মুজিবনগরে হতদরিদ্র একটি পরিবারকে ঘর প্রদান করলেন পুলিশ

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের সহায়ক হিসেবে, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) সারাদেশে প্রতিটি থানায় একটি করে হতদরিদ্র পরিবারকে ৪শত ১৫ বর্গফুট আয়তনের দুই কামরা ঘর, রান্নাঘর, টয়লেট এবং বারান্দা বিশিষ্ট গৃহ নির্মাণ করে দেয়ার প্রকল্প গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার সময় মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত হেমাসা ফকির এর স্ত্রী হতদরিদ্র হাজিরন খাতুন (৬৫) এর পরিবারের জন্য গৃহ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মেহেরপুর জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আবদুল হাশেম।