মুজিবনগর ইউএনও’র নাজির কাম ক্যাশিয়ার সাগরের বিরুদ্ধে মামলা
মুজিবনগর উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ার রবিউল ইসলাম সাগরের বিরুদ্ধে এবার আদালতের মামলা দায়ের করেছে মেহেরপুর শহরের গার্মেন্টস ব্যবসায়ী ফরহাদ মল্লিক।
মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে মামলাটি দায়ের করেন। যার মামলা নং সিআর ৪৮৭/২০২৩, তারিখ ১০/০৭/২০২৩।
আসামি রবিউল ইসলাম সাগর মেহেরপুর শহরের মুখার্জিপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে।
মামলার বিবরনে জানা গেছে, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার দুস্থ্যদের মধ্যে তৈরী পোশাক বিতরনের কথা বলে ফরহাদ মল্লিকের গার্মেন্টস দোকান থেকে রবিউল ইসলাম সাগর ৫০ হাজার টাকার তৈরী পোশাক কেনেন। টাকা পরিশোধের জন্য চলতি বছরের ১২ জানুয়ারী আসামির নামীয় জনতা ব্যাংক লি: মেহেরপুর শাখায় ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করেন। যার চেক নং ৮৭০৩৭২৪, হিসাব নং ১৬২৩৫। ব্যাংক থেকে টাকা উঠাতে গেলে ওই একাউন্টে কোনো টাকা নেই বলে ব্যাংক জানায়। পরে ২২/০৫/২৩ তারিখে ডিসঅনার সনদ প্রদান করে।
এঘটনার পর মামলার বাদী ফরহাদ মল্লিক আসামি রবিউল ইসলাম সাগরকে টাকা প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশ পাওয়ার পর আসামি বিভিন্নভাবে প্রশাসনিক ভয়ভীতি দেখায়। জেল খাটানোর ভয়ভীতিও প্রদর্শন করেন। ফলে বাদ্য হয়ে বাদী ফরহাদ হোসেন আদালতের আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ১৮৮১ এর ১৩৮ ধারায় অপরাধ করার অভিযোগ এনে এই মামলাটি দায়ের করেন বাদী।