
এখনই সময় বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুবদের অংশগ্রহণ সঠিকভাবে নিশ্চিত করা। সেই লক্ষে সহিংসতা নিরসন ও সম্প্রীতি স্থাপনকে সামনে রেখে আজ শনিবার ইয়ুথ পিস এ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর উদ্যোগে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
এফসিডিও এর অর্থায়নে দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের উক্ত সভায় উপস্থিত ছিলেন, ওয়াইপিএজির কোঅর্ডিনেটর মো: রিয়াজ শেখ, সহ-সমন্বয়কারী মুক্তা খাতুন এবং নাদিম আনজুম রেজা, পিএফজি কোঅর্ডিনেটর মো: ওয়াজেদ আলি খান এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ এর অন্যান্য সদস্যবৃন্দ।
উক্ত ত্রৈমাসিক সভায় পরবর্তী ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন, মাঠ সমন্বয়কারি মো: আশরাফুজ্জামান। সভায় ছাত্রদল, যুবদল, যুব সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করতে যে সকল বিষয়সমূহ আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় তাতে সতস্ফুর্তভাবে অংশগ্রহণ করবে বলে মত প্রকাশ করেন। বিশেষ করে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণে সকলের সতস্ফুূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরন ও প্রশিক্ষণ এর সফলতার বিষয়ে সার্বিক সহযোগিতার উদ্যোগ গ্রহণ করতে উৎসাহিত করা হয়।