আপডেট :: মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও মহাজনপুর ইউপি চেয়ারম্যানসহ ২৫ জন করোনা আক্রান্ত

মেহেরপুরের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস ও মহাজনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাম হোসেন মিলুসহ নতুন করে ২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এর মধ্যে সন্ধ্যার দিকে প্রাপ্ত ফলাফলে ১৩ জন ছিল এবং রাত ১০টার দিকে ২য় দফায় আরো ১২ জন আক্রান্তের ফলাফল পাওয়া যায়।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭, গাংনী ৫, মুজিবনগর ৩। ফলাফল এসেছে ৯১ টি। সর্বমোট ফলাফল এসেছে ২৯৫০ টি। সর্বমোট পজেটিভ ৩৮৬ টি। মৃত্যু ৮ । সুস্থ ১৭৮, ট্রান্সফার্ড ২৯, বর্তমান পজেটিভ সংখ্যা ১৭১ । এর মধ্যে সদর উপজেলায় ৯৩, গাংনী ৫৭, মুজিবনগর ২১টি।

ভিন্নসূত্রে পাওয়া অন্যান্য আক্রান্তরা হলেন, মুজিবনগরের কোমরপুরে মোস্তাফিজুর রহমান,গাংনীর ঈদগাহ পাড়ার আব্দুল হান্নান, রেশমা, করমদি গ্রামের রেজাউল করিম, মেহেরপুর শহরের হোটেল বাজারের সঞ্জিবন বিশ্বাস, কাশ্যপপাড়া দুলুতুন নেছা, নতুন মদনাডাঙ্গা গ্রামের আশিক, বর্শিবাড়িয়ার শাহ আলম, পুলিশ লাইন পাড়ার মোজাফফর আহমদ,সদর হসপিটালের বেলাল, পৌর ঈদগাহ পাড়ার ডা. রফিকুল আলম,উজুলপুর বিশ্বাস বাড়ির দিলারা খাতুন। রাত ১০টার সময় প্রাপ্ত ২য় দফায় নতুন ১২জনের পরিচয় পাওয়া যায়নি।