মুজিবনগর উপজেলা পরিষদের গেটে জীবাণুনাশক টানেল স্থাপন

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদের গেটে জীবাণুনাশক টানেল স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনীর উদ্যোগে এই টানেল স্থাপন করা হয়।

উপজেলার সকল স্ট্রাফসহ সাধারন জনগনকে অফিসে প্রবেশ করতে জিবাণুনাশক ছিটাবে এই স্প্রে মেশিন।

এতে করে অনেকটায় ঝুকিপূর্ন কমে যাবে বলে জানিয়েছে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি।

তিনি আরও জানান, সারাদেশসহ বাংলাদেশেও করোনা ভাইরাস ছরিয়ে পরেছে।

আর এই করোনা ভাইরাসের ঝুকি থেকে কিছুটা ঝুকি মুক্ত করতে উপজেলা পরিষদ অফিসে প্রবেশ করতে গেটে বসানো হয়েছে জিবানুনাষক স্প্রে মেশিন।

যে কোন মানুষ মেশিনের ভিতর দিয়ে প্রবেশ করার সাথে সাথে সেন্সারের মাধ্যেমে অটোমেটিকালি তার শরীরে জিবানুনাশক স্প্রে হয়ে যাবে।

এতে করে সকলেই অফিসে প্রবেশের ক্ষেত্রে অনেকটায় ঝুকি থেকে রেহায় পাবে।
আর এই ঝুকি রক্ষার্থে আমাদের এই উদ্যেগ।