
মুজিবনগরে কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ সংরক্ষণ মেশিন বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেঁয়াজ সংরক্ষণ মেশিন বিতরণের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুনসি ওমর ফারুক প্রিন্স, সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ প্রণোদনা প্রাপ্ত পেঁয়াজ চাষিগণ উপস্থিত ছিলেন।
২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় ৩০ জন পেঁয়াজ চাষিকে একটি করে পেঁয়াজ সংরক্ষণ মেশিন এবং মেশিন বাবদ ও ঘর সংস্কারের জন্য ২৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।