প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০১৯, ৯:২৩ পূর্বাহ্ণ
মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের উঠান বৈঠক
![]()
মুজিবনগরে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যেমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)বাস্তবায়নের লক্ষে মুজিবনগরে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে এগারোটার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তথ্য প্রযুক্তির বিভিন্ন সুবিধার বিষয় ও বাল্য বিয়ের কুফল সম্পর্কে তুলে ধরে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল।
এ সময় ইউপি সদস্য মাসুদ রানা,ময়নদ্দীন,শাহাজাহান,আর্জিনা খাতুন, উপজেলা তথ্য সেবা সহকারী শান্তনা আক্তার ও আর্জিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উঠান বৈঠক অনুষ্ঠানে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।
© ২০২৫ মেহেরপুর প্রতিদিন। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।