মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগ সিজন২ এর শুভ উদ্বোধন

“মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ রোধ এবং সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে রামনগর যুব সমাজের আয়োজনে, মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগ (সিজন ২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ২ টা ৩০ মিনিটের সময় মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রামনগর খেলার মাঠে এই প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রিকেট লীগের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আব্দুর রাজ্জাক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর থানা তদন্ত অফিসার আব্দুল আলিম, যশোর চৌগাছা উপজেলা কৃষি অফিসার মুসাব্বির হোসাইন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম রবি, যুবনেতা হাসানুজ্জামান লাল্টু, মুজিবনগর প্রিমিয়ার লিগের সমন্বয়কারী শাহাবুদ্দিন এবং আয়োজক কমিটি সদস্য শামীম শিশির, তারিকুল ইসলাম, মাইদুল ইসলাম, জাহিদ, হাবিবুর, সবুজ, আব্দুল মালেক, মজিবুল ইসলাম, আব্দুল মহিদ মোল্লা, সোহেল রানা।

উদ্বোধনের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান ক্রিকেট লীগের আয়োজক কমিটির সদস্য বৃন্দ। পরে প্রধান অতিথি মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ব্যাট দিয়ে বল মেরে খেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করে আনন্দবাস থেকে একাদশ অপরদিকে মেহেরপুর পৌর ২ নম্বর ওয়ার্ড ক্রিকেট একাদশ।

উদ্বোধনী খেলায় আনন্দবাস একাদশ টসে জিতে ব্যাট নিয়ে ১২২ রান করে জবাবে মেহেরপুর পৌর ২ নম্বর ওয়ার্ড একাদশ ১১৬ রান করতে সক্ষম হয়। ৬ রানে জয় পায় আনন্দবাস একাদশ। খেলাটি পরিচালনা করেন, আব্দুস সালাম মোল্লা ও হারুনুর রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনা এবং খেলার ধারাভাষ্যকার হিসেবে ছিলেন শামীম শিশির এবং তারিকুল ইসলাম।

এবারের মুজিবনগর প্রিমিয়ার ক্রিকেট লিগের নক আউট ভিত্তিক খেলায় ৩২টি দল অংশগ্রহন করছে।