মুজিবনগর ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায়

মুজিবনগরে বেকারী, হোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বিকাল সাড়ে ৪টার সময় মুজিবনগর কেদারগঞ্জ বাজারে মিজান বেকারীতে অপরিছন্ন অবস্থায় রুটি বিস্কুট সহ অন্যআন্য সামগ্রী তৈরী করার অপরাধে মিজান বেকারীর মালিক মিজানুর রহমানের কাছে থেকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন ৫৩ ধারা মোতাবেক ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মুজিবনগর ফল ভান্ডারে পুরাতন স্বাস্থ্য সর্তকতা সম্বলিত রেকসন সিগারেট ও আবুল খায়ের টোবাকো কোম্পানীর সিগারেট রাখা ও বিক্রয় করার অপরাধে মুজিবসগর ফল ভান্ডারের মালিক জুলফিক্কারের কাছে থেকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইন ৫১ ও ৫৩ ধারা এবং ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ ২০০৫ এর ১০ ধারা মোতাবেক ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, মায়ের দোয়া হোটেলে অপরিছন্ন অবস্থায় মিষ্টি ও বিভিন্ন প্রকার খাবার বিক্রয় করার অপরাধে মায়ের হোটেলের মালিক জানসুরাতের কাছে থেকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনে ৫৩ ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, হেকমত ষ্টোরে পলিথিন রাখার অপরাধে হেকমত ষ্টোরের মালিক হেকমত আলীর কাছে থেকে ১৯৯৫ সালের ৬ (ক) ধারা মোতাবেক ১ হাজার টাকা জরিমানা আদায় করে মুজিবনগর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী।

মুজিবনগর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী জানান, কেদারগঞ্জ বাজারে অভিজান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের কাছে থেকে বিভিন্ন অপরাধে ১০ হাজার জরিমানা আদায় করা হয়।

মুজিবনগর প্রতিনিধি