মুজিবনগর সড়কের সেই ঝুঁকিপূর্ণ গাছ নিলামে বিক্রি

মেহেরপুর-মুজিবনগর সড়কের বিভিন্ন এলাকাতে ঝুঁকিপূর্ণ ৪টি গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরের দিকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শহিদুল আলম গাছ ক্রয়কারী আব্দুল লতিফ এর কাছে ৪টি গাছ বুঝিয়ে দেন। ৩ লক্ষ ১০ হাজার ৫’শ টাকায় আব্দুল লতিফ ৪টি গাছ ক্রয় করেন।

আগামী ১০ কার্যদিবসের মধ্যে ওই গাছগুলো কেটে ফেলা নির্দেশনা দেয়া হয়।
জানা গেছে, মেহেরপুর-মুজিবনগর সড়কের মোনাখালী বাজারের কাছে একটি দারিয়াপুর মুজিবনগর সরকারীর ডিগ্রী কলেজের দুই ফটকের পাশে দুটি এবং কালিতলা মোড়ে একটি সহ মোট চারটি গাছ যানসহ জনজীবন চলাচলের ঝুঁকি বহন করছিল। এলাকাবাসী ওই গাছগুলো কেটে ফেলার জন্য বিভিন্ন সময়ে আবেদন জানিয়েছিল।
মেহেরপুর জেলা পরিষদ সূত্রে জানা গেছে সরকারি নির্দেশনা মেনে মেহেরপুর-মুজিবনগর সড়কের যানবাহন চলাচলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় নিলামের মাধ্যমে ওই ৪টি গাছ বিক্রয় করা হয়।
এ নিয়ে মেহেরপুর প্রতিদিন সড়ক যেন মরণফাঁদ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।