কোটচাঁদপুরে মুজিব শতবর্ষের ঘর পেলেন ১১ পরিববার

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ১১টি ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে মুজিব শতবর্ষের জমির দলিলসহ গৃহ হস্তান্তর করলেন কোটচাঁদপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়াম থেকে ঘরের চাবি হস্তান্তর করেন।

সারাদেশের ন্যায় কোটচাঁদপুরে ও ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল সহ গৃহের চাবি হস্তান্তর করা হয়। এ উপজেলার ১শ ৭৯ টি পরিবার মুজিব শতবর্ষের এ ঘর পাচ্ছেন। এর মধ্যে ১০৭ টি দলিল হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোছাঃ শরিফুননেসা মিকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়, কোটচাঁদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জগন্নাথ চন্দ্র, সাবেক কোটচাঁদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, পৌর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃনাল কান্তি সরকার কোটচাঁদপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা রতন মিয়া,প্রকৌশলী রুহুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্চয় কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা চম্পা অধিকারী। পরে ভুমিহীন-গৃহহীন মানুষের হাতে গৃহের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।