মুশফিকের অবসর নিয়ে যা বললেন মাহমুদউল্লাহ

এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফেরার একদিন পরেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম।

নিজের ভেরিফায়েড ফেসবুকে রোববার অবসরের কথা লেখেন মি. ডিপেন্ডেবল তারকা।

জাতীয় দলের এ উইকেটকিপার ব্যাটারের হঠাৎ অবসরের ঘোষণা বিস্মিত করেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। একইভাবে বিস্মিত করেছে মুশফিকের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিকের এই ঘোষণায় তার মন ভেঙে গেছে রিয়াদের। রোববার নিজের এক ফেসবুকে স্ট্যাটাসে এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন রিয়াদ।

যেখানে মুশফিকের মাথায় বড়ভাই সুলভ হাত বুলিয়ে দেওয়ার একটি ছবি পোস্ট করেছেন মাহমুদউল্লাহ।

ক্যাপশনে টি-টোয়েন্টির সাবেক অধিনায়ক লিখেছেন, ‘প্রিয় মুশফিক! তোমার এই বিদায়ের ঘোষণা আমার জন্য হৃদয়বিদারক একটি ব্যাপার। টি-টোয়েন্টিতে তোমার যত অর্জন এবং ভালো ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল। তোমার সতীর্থ হয়ে টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পেরে আমি আনন্দিত। তোমার পারফরম্যান্স ও নৈতিকতা সবসময় যেকোনো ফরম্যাটে অনুপ্রেরণামূলক হবে।’

জাতীয় দলে তিন ফরম্যাটে একসঙ্গে দীর্ঘ সময় খেলেছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চপাণ্ডবের অন্যতম তারকা দুজন। দুজনেরই ক্যারিয়ারের পড়ন্ত বিকেল। মাহমুদউল্লাহর অধীনে টি-টোয়েন্টি খেলেছেন মুশফিক। তাছাড়া ব্যক্তিগত সম্পর্কে তারা একে অপরের ভায়রা ভাই।

যে কারণে মুশফিকের এই অবসর অবশ্য পোড়াবে মাহমুদউল্লাহ রিয়াদকে।