মৃত্যুর এক ঘণ্টা পর জানা গেল করোনায় আক্রান্ত

মৃত্যুর এক ঘণ্টা পর জানা গেল করোনায় আক্রান্ত হয়েছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা জামিনুর রহমান দুদু (৫০)। তিনি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের সহকারী রেজিস্ট্রার পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। এরপর বেলা ১১টার দিকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে বলে নিশ্চিত করেছে তার পরিবার। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ যাবত করোনা উপসর্গ ঠাণ্ডা জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। সোমবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা টেস্ট করানো হয়।

মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। এর ১ ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানান তার করোনা পজিটিভ ছিল। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাদ্দাম হোসেন হল কর্তৃপক্ষ। শোক-বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জামিনুর রহমান দুদু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও আইন বিভাগের শাখা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।