কাজল কালো মেঘগুলি সব ভেসে ভেসে যায় সুযোগ পেলে ঝুমঝুম করে ঝরে পরে ধরায়।
মেঘের গর্জন ভেসে আসে দূরের ওই গাঁ হতে ছাতা ছাড়াই বাড়ি খোকা ফিরে কোনো মতে।
তীরে এসে তরী ডোবে পায় না খুজে কূল । বৃষ্টির জলে সব ডুবেছে খালি নেই এক চুল।