মেটা কেক খেলেন জাকারবার্গ

ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ কিছুদিন আগেই জানিয়েছেন তাদের প্রতিষ্ঠানের নাম বদলের কথা। সেটি বাস্তবে এলো আনুষ্ঠানিকভাবেই। কিন্তু রোববার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন জাকারবার্গ। যেখানে দেখা যাচ্ছে একটি প্লেটে ফেসবুকের লাইকের লোগো সম্বলিত একটি মিষ্টি জাতীয় খাবার, হতে পারে কেক।

আরেকটি মিষ্টি জাতীয় খাবার বা কেকের ওপর মেটার লোগো। সেটাতেই দেখা যাচ্ছে এক কোণায় কামড় দেওয়া। কামড় দেওয়া দেখেই বোঝা যাচ্ছে সেটি মিষ্টি জাতীয় একটি খাবার। অবশ্য জাকারবার্গ ছবিটি পোস্ট করে লিখেও দিয়েছেন ‘সুন্দর মিষ্টি।’ নেটিজেনরা জানতে চাইছেন মিষ্টিটা খেলো কে মানে কে কামড় দিয়েছে। বাকিরা এসেই উত্তর দিচ্ছেন ‘দেখছেন না যে পোস্ট দিয়েছে সে কামড় দিয়েছে।’

কর্তৃপক্ষ বলছে, মেটার পরিসর সামাজিক যোগাযোগ মাধ্যমের বাইরেও ভার্চুয়াল রিয়েলিটির (ভিআর) মতো বিভিন্ন ক্ষেত্র বাড়িয়েছে। তবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো স্বতন্ত্র প্ল্যাটফরমগুলোর কোনো নাম পরিবর্তন হচ্ছে না। নাম শুধু মালিকানাধীন মূল কোম্পানির পরিবর্তনসহ।