মেহেরপুরের আমঝুপিতে ইয়ুথ গ্রুপ গঠন

মেহেরপুরের আমঝুপিতে শিশু অধিকার রক্ষাসহ করোনা ভাইরাস প্রতিরোধ, শিশু বিবাহ, শিশু নির্যাতন, শিশু শ্রম বিষয়ে জনগণকে সচেতন করতে ইয়ুথ গ্রুপ গঠন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর হল রুমে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।
মউক নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে এ গঠন সভায় ইয়ুথ গ্রুপ গঠন এর উদ্দেশ্য, শিশু অধিকার বর্তমান করোনা পরিস্থিতি ও শিশু নির্যাতনের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। আলোচনা শেষে রওনক জাহান কে সভাপতি ও গোলাম রেজা কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট একটি ইয়ুথ গ্রুপ গঠন করা হয়।

সভাটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাদ আহাম্মদ।