মেহেরপুরের আমঝুপিতে গরু চুরির হিড়িক

মেহেরপুরের আমঝুপিতে গরু চুরির হিড়িক

কোরবানি ঈদকে সামনে রেখে মেহেরপুরের বাড়ি বাড়ি গড়ে উঠেছে গরু মোটা তাজা করণ খামার।এই সুযোগে গরু চোরদেরও উৎপাত বেড়েছে।

শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার আমঝুপি গ্রামের ষষ্টিতলাপাড়া এলাকার প্রবাসি জাকির হোসেনের বাড়ির গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। পরে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া কাজলা নদীর কাঁদায় শুয়ে পড়লে দুটি গরু ফেলে রেখে ১ টি গরু নিয়ে যায়। গরুটির আনুমানিক মুল্য দেড় লক্ষ টাকা বলে জানা গেছে।

এর আগের দিন রাতেও একই পাড়ার রাহিদুল ইসলামের বাড়ি থেকেও ২ দুটি গরু চুরি করে নিয়ে যায়। পরে মাঠ থেকে ১ টি গরু উদ্ধার করা সম্ভব হলেও একটি গরু নিয়ে যায় চোরের দল। গরুটির মুল্য আনুমানিক ১ লক্ষা টাকা বলে জানান গৃহকর্তা রাহিদুল ইসলাম।

এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গরু চুরির বিষয় খোঁজ খবর নেওয়া হচ্ছে।