মেহেরপুরের আমঝুপিতে স্বাস্থ্য বিভাগের অভিযান

মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুরের আমঝুপি বাজারে অভিযান চালিয়ে বিএসটিআই’র ভুয়া লোগো লাগিয়ে বিক্রি করার সময় অনিরাপদ, মানহীন, মানসম্পন্ন নয় এমন খাদ্য পণ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলাম এর নেতৃত্বে আমঝুপি বাজারে অভিযান চালিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার কল্পনা বেকারীর প্রস্ততকৃত, অনিরাপদ, মানহীন, মানসম্পন্ন নয় এমন খাদ্য পন্য সামগ্রির প্যাকেটের গায়ে ভুয়া ও প্রতারণা মূলক ভাবে বিএসটিআই এর লগো সিল দিয়ে বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এসময় গাড়ী চালক রবিউল ইসলামের নিকট বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়। নিরাপদ খাদ্য আইন অনুযায়ী এই সব খাদ্য সামগ্রী জব্দ করা হয়।