মেহেরপুরের আমঝুপীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উপলক্ষে মউক এ আলোচনা সভার আয়োজন করে।আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণ সাক্ষরতা অভিযান এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে।

সভাপতিত্ব করেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর সভাপতি ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক অধ্যাপক সাইদুর রহমান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রাশিদুল ইসলাম, সাবেক শিক্ষক হাজী আজগার আলী মাস্টার।স্বাগত বক্তব্য রাখেন মউক এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।

আলোচনা সভার পরে একটি র‍্যালী আমঝুপীর সড়ক প্রদক্ষিন করে।
আনুষ্ঠান পরিচালনা করেন মউক এর স্কুল চিলড্রেন কর্মসূচির জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমেদ।

আনুষ্ঠানে উপজেলা মধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন এশিয়ায় সাক্ষরতার হারে আমরা এখনো পিছিয়ে,সরকার ও সবার চেষ্টায় আমরা শতভাগ সাক্ষরতার হার অর্জনে সক্ষম হব।