মেহেরপুরের আমদহ ইউনিয়নের আমদহ, বামনপাড়া ও চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১,৫০০ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করা হয়েছে।
মঙ্গলবার মানব উন্নয়ন কেন্দ্র (মউক), কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এবং ইউথ ফোরাম মেহেরপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি ওয়াচ গ্রুপ ও ইউথ ফোরামের সদস্য, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছ পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা জরুরি। এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিয়ে তাদের পরিবেশ সচেতন করে তোলা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শুধু বিতরণ নয়, বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজ গাছও রোপণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হবে।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চারা বিতরণ করেন প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা, প্রোগ্রাম অফিসার আশিক বিল্লাহ ও চাঁদতারা।