মেহেরপুরের আমদহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে “শিশু বরণ অনুষ্ঠিত”

মেহেরপুরের আমদহ ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ে “শিশু বরণ অনুষ্ঠিত”

প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত ও ঝরেপড়া রোধকল্পে শিশুদের বিদ্যালয়ে আনন্দমুখর ও অনিয়মিত দূর করতে মেহেরপুর সদর উপজলার বামনপাড়া,বন্দর ও চকশ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার সময় প্রাক প্রাথমিক বিদ্যালয় ভর্তিকৃত নবাগত ছাত্র ছাত্রীদর নিয়ে শিশু বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গণসাক্ষরতা অভিযান এর সহযাগীতায় মানব উনয়ন কেন্দ্র (মউক) ও কমিউনিটি এডুকশন ওয়াচ গ্রুপ এই অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, জন প্রতিনিধি, এস এম সি সদস্য ও এডুকেশন ওয়াচ গ্রুপ এর সদস্য সহ অভিভাবকগণ উপস্থিত ছিলন।

সভায় অভিভাবকদের দায়-দায়িত্ব ও করনীয় সম্পর্কে বিশদ আলোচনা রাখে প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।
অনুষ্ঠানে নবীন শিশুদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং প্রত্যেক শিশুর হাতে বিশেষ উপহার দেওয়া হয়।