মেহেরপুরের কলম উদ্যানের মালিক ও বাউল সাধক গোলাম নবীর ইন্তেকাল

মেহেরপুরের গাংনী উপজেলার দীঘলকান্দি গ্রামে অবস্থিত কলম উদ্যানের প্রতিষ্ঠাতা ও মালিক গোলাম নবী কলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি অসুস্থতা জণিত কারণে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসারত অবস্থায় গত সোমবার রাত সাড়ে নয়টার সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তিন ছেলে, এক মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য ভক্ত বৃন্দ রেখে যান।

মৃত গোলাম নবী কলম ছিলেন, এক জন বৃক্ষ প্রেমী, বাউল সাধক ও ফকির লালন শাহ্’র ভক্ত। তিনি ছিলেন সংগীত ও শিল্পের প্রতি অসম্ভব অনুরাগী। তিনি কবি নজরুল ও ফকির লালন শাহ্’র গান বেশি পছন্দ করতেন। তার উদ্যানে অবস্থিত বারাম খানায় ভক্তদের নিয়ে সময় কাটাতেন।

আজ মঙ্গলবার সকাল দশটার সময় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে তার ভক্ত বৃন্দ সহ অসংখ্য সুধীজন শোক প্রকাশ করেন।