মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ইটভাটা মালিকের ১ লক্ষ টাকা জরিমানা

মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা গ্রামের পৃথক দুটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই ভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়।
গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিথিলা দাস ও এস এম আরাফাত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা গ্রাম এলাকায় শামসুজ্জামান এবং মতিয়ার রহমানের ইটভাটায় এ অভিযান চালানো হয়।

এ সময় নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ‘ইট প্রস্তত ও ভাটা স্থাপন আইন ২০১৩-এর ৬ ধারায়’ ইটভাটা মালিক শামসুজ্জামান এবং মতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

-নিজস্ব প্রতিনিধি