
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির ও মেহেরপুর-১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাজ উদ্দীন খাঁন গণসংযোগ করেছেন।
গতকাল শনিবার বিকেলে পিরোজপুর গ্রামের হঠাৎপাড়া ও পশ্চিম পাড়ায় পায়ে হেঁটে জামায়াত নেতৃবৃন্দ নিয়ে এ গণসংযোগ করেন। গণসংযোগ কালে শিশু, পথচারী, রাস্তার ধারে দোকান অবস্থানরত জনগণ এবং বাড়ির সামনে অপেক্ষারত উৎসুক মা বোনদের সাথে কুশলাদি ও সালাম বিনিময় করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা সাধারণ সম্পাদক জাব্বারুল ইসলামের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, মাওঃ তাজ উদ্দীন খাঁন। তিনি বলেন, আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চায়। এটা শুধুমাত্র আমাদের কথা নয়, কেন্দ্র থেকে নিয়ে ওয়ার্ড পর্যন্ত সৎ, দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করার পরিকল্পনা আমাদের হাতে আছে। আমাদের মানুষ হিসেবে ভুল হতে পারে, কিন্তু মানুষ তৈরি করার পরিকল্পনা আমাদের হাতে আছে। তার ভিত্তিতে আমরা বলতে চায় আগামীর বাংলাদেশ আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো- ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা আমির মাওঃ সোহেল রানা, সদর উপজেলা যুগ্ম সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


