মেহেরপুরে বর্ষিয়ান রাজনীতিবিদ কমরেড জালাল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইপিছিপি, পরে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং সর্বশেষ কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ (সিপিবি)সহ বিভিন্ন দলের জেলা পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। তিনি তিন দফা সিপিবি মেহেরপুর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে সিপিবি মেহেরপুর জেলা কমিটি গভীর শোক প্রকাশ করেছে এবং একে সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেছে।