মেহেরপুরের বারাদীতে ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মেহেরপুরের বারাদীতে ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

‘‘সবার জন্য মানসম্মত শিক্ষা ও শিক্ষায় বৈষম্য দূর করতে সামাজিক প্লাটফরম কমিউনিটি এডুকেশনের আয়োজনে ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা হয়েছে।

আজ সোমবার সকাল ১০ টার দিকে বারাদীর তৃণমূল মডেল একাডেমীতে,গনসাক্ষরতা অভিযানে সহায়তায় মানক উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

বারাদী ইউনিয়নের ওয়াচ গ্রুপের সভাপতি আইনাল হকের সভাপতিত্বে ওয়াচ গ্রুপের বর্তমান ও আগামী পরিকল্পনা নিয়ে স্বাগত বক্তব্য দেন প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।

আরো বক্তব্য রাখেন বারাদী ইউনিয়নের ওয়াচ গ্রুপের সহ-সভাপতি গোলাম মোস্তফা শান্তি ,ওয়াচ সদস্য ছাকন উদ্দিন, সমাজসেবক বুলবুলি খাতুন ও আনোয়ার, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় সকল শিশুকে বিদ্যালয়ে ভর্তি, শিক্ষায় বৈষম্য দূরকরণ,প্রান্তিক শিশুদের বিদ্যালয়ে ফেরানোর, ঝরেপড়া শিশুদের বিদ্যালয়ে ফেরানোর চেষ্টা করা, জনগোষ্ঠির শিশুদের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মউক এর প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা। অনুষ্ঠাটির স্বার্বিক দায়িত্বে ছিলেন কমিউনিটি এডুকেশন ওয়াচ কার্যক্রম এর সহকারী প্রোগ্রাম অফিসার মোছাঃ আফরোজা আক্তার।