মেহেরপুরের বারাদীতে জনপ্রতিনিধিদের সাথে ওয়াচ গ্রুপের যৌথ সভা

মেহেরপুরের বারাদীতে জনপ্রতিনিধিদের সাথে ওয়াচ গ্রুপের যৌথ সভা

প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন, ঝরেপড়া রোধ ও সবার জন্য মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে ইউনিয়ন জন প্রতিনিধিদের সাথে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বারাদী ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মোমিনুল ইসলাম।

গনসাক্ষরতা অভিযানের সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত অনুষ্ঠানে অত্র এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান পড়ালেখাতে সার্বিক অবস্থা, ভর্তির হার শতভাগ নিশ্চিত করা-ঝরে পড়া রোধ সহ বিদ্যালয়ে অংশ গ্রহন বৃদ্ধিতে আলোচনা করা হয়।

এ সময় সভায় আরো বক্তব্য রাখেন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর সদস্য ছাকন উদ্দিন, বুলবুলি খাতুন, ফারজানা খাতুন ও নজরুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার কাজল রেখা।