
মেহেরপুরে কমিউনিটি মবিলাইজেশন অন চাইল্ড ড্রাউনিং প্রিভেনশন প্রতিপাদ্যে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) আয়োজনে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মানব উন্নয়ন কেন্দ্রের (মউক) নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম।
আলোচনায় বক্তারা বলেন, বিগত কয়েক মাসে মেহেরপুরে পানিতে ডুবে ১৪-১৫ টি শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। গত মাসে ঘটে যাওয়া রাজনগর মল্লিকপাড়ায় একসাথে চার কিশোরীর পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু সবচেয়ে আলোচিত ঘটনা। এরপরও গত পাঁচ দিন আগে একই পাড়ায় পানিতে ডুবে তিন বছরের শিশু লাবিবের মৃত্যু হয়। একের পর এক পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় প্রশাসনসহ স্থানীয়দের টনক নড়েছে।
তারা আরও বলেন, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। সভা-সেমিনারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও শিশুদের সাঁতার শেখানোর ব্যবস্থা করতে হবে। পানিতে ডুবে যাওয়া মানুষকে কী ধরনের প্রাথমিক চিকিৎসা দিতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন দপ্তরের কর্মকর্তা ডা. ইনজামামুল হক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মউকের প্রোগ্রাম ম্যানেজার সাদ আহম্মদ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।