মেহেরপুরের বারাদীতে সড়ক দুর্ঘটনায় আহত ২

বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালনা কালীন সময়ে সড়ক দুর্ঘটনা কবলিত হয়ে গুরুতর আহত হয়েছেন ২ জন মোটরসাইকেল চালক।

মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের বিএডিসি ফার্মগেট এলাকায় মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে এ দু’জন আহত হন। গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বারাদী বাজারে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত মেহেরপুর সদরের কলাইডাঙ্গা গ্রামের ইমাদুল হকের ছেলে সোহাগ (২০)। সে পেশার একজন মোটরসাইকেল মেকানিক। আহত অপর জন চুয়াডাঙ্গার ভিজে স্কুল পাড়ার নুরুল হকের ছেলে জুয়েল রানা (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানান চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুর অভিমুখে যাচ্ছিল জুয়েল রানা। অপরদিকে সোহাগ অন্যের একটি মোটরসাইকেল নিয়ে ফুল কিনতে বের হয়ে ফার্মগেট এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সোহাগ।

এবং যখম হয় জুয়েল। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই কামরুজ্জামান ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি উদ্ধার করে ক্যাম্প হেফাজতে নেন।