মেহেরপুর সদরের মোমিনপুরে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় মোমিনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে গ্রীষ্মকালীন সিম উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ, অতিরিক্ত জৈব সার ব্যবহার থেকে বিরত থেকে অজৈব সার ব্যবহারের গুরুত্ব, বিঘা প্রতি উৎপাদন ব্যয় ও লভ্যাংশ ইত্যাদি বিষয়ে উপস্থিত কৃষকদের মাঝে আলোচনা করা হয়।
ইউপি সদস্য কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস. এম. কুতুব উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক এস. আই. বাবু।