মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার আবদুর রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিয়াকত আলী।
আসন্ন ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ছাত্র-ছাত্রীদের প্রি টেস্ট পরীক্ষার ফলাফল প্রকাশ, লেখাপড়ার অগ্রগতি, পাঠদানের মানোন্নয়ন, স্কুল পালানো, বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তারিক মুছা বলেন, আমরা বর্তমানে এমন একটা সময় পার করছি যে সময় শিক্ষার্থীরা শিক্ষককে সম্মান করে না। ছাত্রছাত্রীরা পড়াশোনা না করলে বা কোনো অপরাধ করলে আমরা তাদের শাসন করতে পারি না। যার ফলে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি অমনোযোগী ও বেপরোয়া হয়ে উঠছে। বর্তমানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়ার পরিস্থিতিতে তিনি হতাশা প্রকাশ করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী রেজা বলেন, বর্তমান সময়ে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি খুবই কম। বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা হোম ভিজিট করছি, তারপরও আশানুরূপ সাফল্য পাচ্ছি না। তিনি এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।