মেহেরপুরের রাইপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা

মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করেছেন চাচা ও চাচাত ভাইয়েরা।

গতকাল শনিবার সকালে রাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইনছান আলীর ১ বিঘা জমিতে থাকা বাঁশ বাগান থেকে ৫০ টি বাঁশ ও আরও একটি ১৬ কাঠা জমির এক অংশ থাকা কলা গাছ অন্যায় ভাবে কেটে। তারই জমির বাঁশ দিয়ে জোর পূর্বক জমি দখল করে সীমানা ঘিরেছে বলে অভিযোগ করেন ইনছান আলী।

অভিযোগে তিনি জানান, একই গ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মোঃ আবু তালেব (৫৫) ও মোঃ ফিরাতুল ইসলাম (৫০), মোঃ আবু তালেবের ছেলে মোঃ ইকবাল হোসেন (৪৬), মোঃ সিদ্দিক, মোঃ ফিরাতুল ইসলামের ছেলে মোঃ স্বপন (৩৫), মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ হান্নান (৩০), মোঃ লিলু (২৪), মোঃ রঞ্জিত (২২) সকলে একত্রিত হয়ে জোরপূর্বক বাশ কেটে ও কলা গাছ কেটে তাদেও জমি দখলের চেষ্টা করেন।

এ বিষয়ে ইনছান আলী তাদের কাছে জানতে চাইলে, একা পেয়ে অন্যায় ভাবে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং বাঁশের লাঠি, ধারালো হাসুয়া, লোহার রড নিয়ে মারধরের চেষ্টা করে এবং মেরে ফেলার হুমকি দেয়।