মেহেরপুরের শহরে টিসিবি পণ্য বিক্রয় হচ্ছে ক্রেতাদের হয়রানি

মেহেরপুরের শহরেরটিসিবি পণ্য বিক্রয় হচ্ছে ক্রেতাদের হয়রানি।মানা হচ্ছে না সামাজিক দূরত্ব মেনেই চলছে টিসিবি পণ্য বিক্রয়।

সারা বিশ্ব যেখানে করনা ভাইরাসের প্রাদুর্ভাবে থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে মেহেরপুরের শহরের সরকারি নির্দেশনা না মেনেই চলছে টিসিবির বিভিন্ন রকমের পণ্য বিক্রয়।

আজ মঙ্গলবার বিকেল ৪ টার সময় মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সামনে সামাজিক দূরত্ব না মেনেই চলছে টিসিবি পণ্য বিক্রি। যেখানে, প্রশাসনের দৃষ্টি থাকা সত্ত্বেও তারা ব্যর্থ। গাদাগাদি করে লাইনে দারিয়ে পণ্য নেওয়ার জন্য ভির করেছেন সাধারণ জনগণ।

এখানে ৬০ টাকা কেজি দরে ছোলা, ৫০ টাকা কেজি দরে মসুর ডাউল, ৫০ টাকা কেজি দরে চিনি, ১২০ টাকা কেজি দরে খেজুর ও ৮০ টাকা কেজি দরে তেল বিক্রিয় করা হচ্ছে জানা গেলেও সেখানে চলছে ৫০০ টাকা থেকে শুরু করে ১১৬০ টাকা পর্যন্ত প্রাকেজে পণ্য বিক্রি।সেখান গিয়ে দীর্ঘ
লাইন অতিক্রম করার পরও খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে বেশির ভাগ ক্রেতা ।

ক্রেতার অভিযোগ টিসিবির বিভিন্ন রকমের পণ্য বিক্রয় করা হচ্ছে অনিয়ম।প্যাকেজ পণ্য বিক্রি করা কারণে আমরা পণ্য কিনতে পারছি না।তারা বলে সাধ থাকলেও সাধ্যের বাইরে আমাদের কারণ পণ্য যদি প্যাকেজ না কেনা হয় তাহলে পণ্য বিক্রি করা হবেনা |

সকাল থেকে লাইনে দাড়িয়ে পণ্য না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে অনেক ক্রেতা কে।