
মেহেরপুরের কৃতি শিক্ষার্থী সাজনিন হাজান খান রাত্রি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ থেকে মাস্টার্স অব ল’স (LL.M) ডিগ্রি অর্জন করেছেন।
তিনি মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পন্টের ঘাট পাড়ার বাসিন্দা এবং স্থানীয় সাংবাদিক হীরক খানের মেয়ে ও মেহেরপুর প্রতিদিনের স্টাফ রিপোর্টার সাকিব হাসান খান রুদ্রর বড় বোন ।
রাত্রি জানান, তিনি মেহেরপুর জেলা বাসিসহ বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
তাঁর এই অর্জনে মেহেরপুর প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন রইল।