মেহেরপুরের সিভিল সার্জনসহ নতুন ১৪ জন করোনা আক্রান্ত

মেহেরপুরের সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উম্মে হুমায়রা আয়েশাসহ নতন ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।  এনিয়ে নতুন ধাপে জেলায় ৬৩ করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে এ তথ্য জানা গেছে ।

আজ মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতাল, মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন এন্টিজেন টেস্টের নমুনা দিয়েছিলেন। এর মধ্যে ১৪ জন পজিটিভ হয়েছে।

সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান, তিনি সরকারি বাসভবনে আইসোলশনে রয়েছেন। তবে শারিরীকভাবে ভালো আছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আক্রান্ত অন্যরা হলেন- মল্লিকপাড়ার মোখলেসুর রহমা (৪২), বোসপাড়ার কাজী আনিসুজ্জামান (৫৭), সদর থানার হাবিবুর রহমান (৩০), বাসস্ট্যান্ড পাড়ার রমজানুল কবির (৩৬), সিজেএম কোর্টের মনিরুল ইসলাম (৩২), উত্তর শালিকার মারিফুল ইসলাম (২০), স্টেডিয়াম পাড়ার শারমিন আক্তার (২৭), চকশ্যামনগরের লাইলা (৪০), ট্যাঙরামারির সামসুল হুদা (৬৫), মুজিবনগরের দারিয়াপুরের শফিউল ইসলাম, গাংনীর গাড়াডোবের জনি (২৭), গাংনীর আতাফত (২৬)।