
‘মেহেরপুর জেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন’ প্রকল্পের আওতায় মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে পিআরএ কর্মশালার আয়োজন করেছে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (MESDA)।
রবিবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ৭ নম্বর ওয়ার্ডের কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন প্রজেক্ট ডিরেক্টর আহমেদ আখতারুজ্জামান, নগর উন্নয়ন অধিদপ্তরের কনসালটেন্ট ড. গাজী রহমান, রাকিব, নাঈমা, কামরুল, নবনীতা, প্রজেক্ট কো-অর্ডিনেটর সাব্বির আহমেদ এবং প্রজেক্টের প্ল্যানার সাইফুল রহমান আরমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেহেরপুর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী আশিক রাব্বি, সদস্য হাসনাত জামান সৈকত প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি কার্যকর ও টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা সম্ভব। এই কর্মশালার মাধ্যমে এলাকাবাসীর মতামত ও চাহিদা সরাসরি উন্নয়ন পরিকল্পনায় প্রতিফলিত হবে।