মেহেরপুরে অবৈধ ভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় এক ব্যাক্তির ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈন উদ্দীন এ জরিমানা করেন।

তিনি জানান, যাদবপুর গ্রামের মৃত আনন্দ মন্ডলের ছেলে মো: চাইনদ্দিন কে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ভূগর্ভস্থ মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া একই গ্রামের জহিরুল ইসলাম বাবু এবং কোলা গ্রামের কন্টাক্টর মো: মিজানুর সহ শ্রমিকদের মুচলেকা নেয়া হয় যাতে আর কোন ভূগর্ভস্থ মাটি উত্তোলন না করে।

মেপ্র/ আরপি