স্বপ্নবাজ তরুণদের নিরলস প্রচেষ্টায়, জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার উদ্যোগে “স্বাবলম্বী প্রজেক্ট” এর আওতায় মেহেরপুরে
প্রত্যন্ত গ্রামের অসচ্ছল নারীদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার আয়োজনে গতকাল বুধবার মেহেরপুরের কাথুলী মোড়ের খান কমিউনিটি সেন্টারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মূল লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত নারীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের কর্মসংস্থান নিশ্চিত করা।
জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে শুধু একটি পরিবার নয়, গোটা সমাজ উপকৃত হয়। জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মো: আবুল মনসুর, শহর সমাজসেবা অফিসার
মোঃ সোহেল মাহমুদ, মেডিকেল অফিস ডাঃ মোঃ রোকনুজ্জামান প্রমুখ।
এসময় জন্মভূমি মেহেরপুর মানবকল্যাণ সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন।