ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মেহেরপুর এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গাংনীর ধানসিঁড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
মুজিবনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনকে কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন মেহেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ফুয়াদ খান ও নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ও জি এম জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ পদে নুরুজ্জামান আল নাহিয়ান, সাংগঠনিক সম্পাদক (গাংনী) মোঃ হোসেন আলী, সাংগঠনিক সম্পাদক (মুজিবনগর) মোঃ হাসনাইন জাহিদ, সাংগঠনিক সম্পাদক (সদর) মোঃ কাজী আবুল মনসুর, দপ্তর সম্পাদক মোঃ আনিছুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক – মোঃ আহাদ আলী, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, নারী বিষয়ক সম্পাদক সানজিদা ফেরদৌস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ বজলুল হুদাকে নির্বাচিত করা হয়।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ আইয়ুব হোসেন রানা, মোঃ ওয়ালী উল্লাহ, মোঃ জুলফিকার আলী, মোঃ মাহমুদ হোসেন ও কুমকুম হাবিব।