
মেহেরপুরে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারিসহ ৫ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক মেম্বার জেনারুল ইসলামের ছেলে মোঃ আরজ আলী (৪৫), গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মৃত আখের আলীর ছেলে মোঃ মিন্নাল, রাজাপুর গ্রামের কামাল হোসেনের স্ত্রী মোছাঃ ভলিআর (৪৪), কোদালকাটি গ্রামের ছামিরুলের স্ত্রী মিনারা এবং ভারত থেকে আসা আশরাফুলের স্ত্রী রেখা (৩০)।
গ্রেফতারকৃতদের বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।