মেহেরপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেহেরপুরে ৩২ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে “Resilience of Older Persons in a Changing World”এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখান আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি ডাঃ এম.এ বাশার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ফজলের রাব্বি।

এছাড়া বক্তব্য রাখেন প্রবীণ হিতৈষী সংঘের মেহেরপুর জেলার শাখার সাধারণ সম্পাদক মো: আবুল কালাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:)এম এ মালেক। উপস্থাপনায় ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল আহমেদ।

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানের সহযোগীতায় ছিলেন মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম।