
“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে” প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হলো ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।
আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ আবদুল ছালাম।
এসময় তিনি বলেন, যারা প্রবীণ, তাঁদের সহায়তা না দিয়ে আমরা তাঁদের সাথে থাকতে চাই। প্রবীণদের সবচেয়ে বড় সমস্যা হলো বিচ্ছিন্নতা, একাকীত্ব ও অসহায়ত্ব। আমরা চাই, প্রবীণদের জীবন থেকে এই তিনটি জিনিস দূর করে দিতে।
প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার, অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাঁদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা একটি মানবিক সমাজ গঠন করতে পারি। তাঁদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
সমাজসেবা অফিসার (রেজিঃ) কাজী মো. আবুল মনসুরের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. এ.কে.এম. আবু সাঈদ, মেডিকেল অফিসার ডা. মো. ইনজামাম-উল-হক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।