মেহেরপুরে আবারও পুড়লো আড়াই বিঘা গম

মামলায় হেরে গিয়ে প্রায় আড়াই বিঘা জমিতে লাগানো গম ঘাস মারা বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। মেহেরপুর সদর উপজেলার আমদাহ ইউনিয়নের টেংরামারী গ্রামে এ ঘটনা ঘটে।

এ নিয়ে মাস খানেকের মধ্যে প্রায় ডজন খানেক চাষীর ক্ষেত নষ্ট করা হলো শত্রুতা করে।

জানাগেছে টেংরামারি গ্রামের লুৎফর রহমানের ছেলে নজরুল ইসলাম এবং আজহারুল ইসলাম পার্শ্ববর্তী বাবুপুর মাঠে তাদের নিজ আড়াই বিঘা জমিতে গম রোপণ করেন, গমের শীষ বেরোনোর শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ করেই ওই জমিতে ঘাস মারা বিষ প্রয়োগ করে সমস্ত গমপুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে।

জমির মালিক নজরুল ইসলাম জানান একই গ্রামের তেজবার আলীর ছেলে আনারুলের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল, ওই ঘটনায় মামলা দায়ের করলে আদালত আমাদের পক্ষে রায় দেন। পরে আমরা গম রোপন করি। নজরুল ইসলাম আরও বলেন মামলায় হেরে গিয়ে আনারুল ইসলাম তার লোকজন নিয়ে রাতের অন্ধকারে ঘাস মারা বিষ প্রয়োগ করে সমস্ত গম পুড়িয়ে ফেলেছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।