
মেহেরপুর জেলা পরিবেশ অধিদপ্তর কর্তৃক গতকাল মঙ্গলবার তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ে গ্রীণ স্কুল ক্যাম্পেইন কার্যক্রম ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো: আব্দুল লতিফ (ভারপ্রাপ্ত), সভাপতির দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলার সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী।
এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউথ নেট গ্লোবালের মেহেরপুর সদর উপজেলার কো-অর্ডিনেটর মোঃ লাবিব হাসান ও মেহেরপুর জেলার সাব কো-অর্ডিনেটর মোনায়েম হোসেন এবং মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের প্রতিনিধি সুজন হোসেন । পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী অনুষ্ঠান সঞ্চালনা করেন ও সচেতনতামূলক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। গ্রীণ স্কুল ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠানে মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়, মেহেরপুর এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মো: আব্দুল লতিফ ৮ম ও নবম-দশম শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
পরিবেশ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শেখ কামাল মেহেদী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিবেশ আইন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা, বৃক্ষরোপণের গুরুত্ব, শব্দ দূষণ, বায়ু দূষণ, মাটি দূষণ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার পাশাপাশি পারিবারিক ও সামাজিক দায়িত্বের পালন ও সামাজিক সুরক্ষামূলক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য আহবান জানান।
ইউথ নেট গ্লোবালের মেহেরপুর জেলার সাব কো-অর্ডিনেটর মোনায়েম হোসেন পাওয়ার পয়েন্ট এ কঠিন, তরল বর্জ্য, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ও গৃহস্থলীর বর্জ্য সম্পর্কে তার মূল্যবান মতামত উপস্থাপন করেন । এছাড়া মেহেরপুর সমাজ ও পরিবেশ উন্নয়ন সংগঠনের প্রতিনিধি জনাব সুজন হোসেন বর্জ্য হ্রাস, নবায়ন শক্তির ব্যবহার, বর্জ্য পুনঃব্যবহার , বিভিন্ন হস্ত শিল্প ও প্লাস্টিক বর্জন এবং প্লাস্টিকের বিকল্প ব্যবহার সম্পর্কে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন ।