মেহেরপুরে আরও ২৩ জন করোনা আক্রান্ত

মেহেরপুরে নতুন করে আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সদরে ১৪ জন এবং গাংনীতে ৯ জন।

মঙ্গলবার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে আরও জানা গেছে, নতুন প্রাপ্ত রিপোর্ট ৬৫ টি। তারমধ্যে ২৫ জন করোনা পজিটিভ।

এনিয়ে বর্তমানে মেহেরপুর জেলায় করোনা পজেটিভ এর সংখ্যা ২৭৫ জন। তার মধ্যে সদরে ১৩২ জন, গাংনীতে ১০৭ জন এবং মুজিবনগরে ৩৬ জন।

ভিন্নসূত্রে পাওয়া আক্রান্তরা হলেন- মেহেরপুর হোটেলবাজারের মনোয়ারা বেগম (৫০), বাসস্ট্যান্ডপাড়ার সান্তনা (২৬), রুদ্রনগরের সলেমান (৭০), পল্লী বিদ্যুতের আনিসুর রহমান (২৮), গোভিপুরের ফারহানা আক্তার (৪৮), শ্যামপুরের হায়েজান (৫০), স্টেডিয়াম পাড়ার সুমাইয়া আফরোজ তন্নি (২১), হারুন অর রশিদ (৬৩), ফারিয়া খাতুন (২৩), গাংনী চেঙ্গারার ইমরান (৩৬), গাড়াডোবের আব্দুর রাজ্জাক (৬০), বড় বামন্দীর কুলসুম (৬০), সাহারবাটির জাহানারা (৬৫), সাহেবনগর শাহাবুব (৩৮), গাড়াডোবের সাকিব (১৭), কাজীপুরের তামান্না খাতুন (৪২), আমতৈলের হানিফা (৭০), আফরোজা (৫১), হাবিবা সুলতানা (২৪), মুজিবনগর আনন্দবাসের সফিকুল ইসলাম (৩২), কোমরপুরের শেফালী খাতুন (৪০), মোনাখালির সামিয়া ইসলাম (২৫), মুজিবনগর হসপিটালের আক্তারুজ্জামান সুমন (৩২)।