মেহেরপুরে ইমাম সমিতির সদকাতুল ফিতরা নির্ধারণ

মেহেরপুরে জেলা ইমাম সমিতির উদ্যোগে সদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়েছে।এবার মেহেরপুর জেলায় জনপ্রতি ফিতরা ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কেউ যদি যব দিতে চাই সেক্ষেত্রে ৩ শত টাকা, কিসমিস ১ হাজার ৫৫ টাকা, খেজুর ১ হাজার ৯৮০ টাকা, পনির ১ হাজার ৩১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে হোটেল বাজার জামে মসজিদে, জেলা ইমাম সমিতির উদ্যোগে আলোচনা সভা শেষে সদকাতুল ফিতরা নির্ধারণ করা হয়।

এসময় মেহেরপুর জেলা ইমাম সমিতির সভাপতি ও হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন, গাংনী উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস হোসেন, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা সভাপতি মাওলানা সানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন সহ অন্যান্য ইমাম গণ উপস্থিত ছিলেন।