মেহেরপুরে উগ্রবাদ প্রতিরোধে ছাত্রসমাজ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার

মেহেরপুরে উগ্রবাদ প্রতিরোধে ছাত্রসমাজ, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর পুলিশ লাইনস চত্বরে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিউল ইসলাম সরদার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান মালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, মেহেরপুর যুব উন্নয়নের উপপরিচালক ও পল্লী বিদ্যুতের জিএম।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (পুলিশ হেড কোয়ার্টার) এসএম নাজমুল হক (বিপিএমবার পিপিএম)। এসময় তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টটেশনের মাধ্যমে উপরোক্ত সেমিনারের বিভিন্ন দিক আলোচনা করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আজম, সাধারণ সম্পাদক মাহাবুব চান্দু, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল হক মন্টু, ছহিউদ্দিন কলেজের অধ্যক্ষ একরামুল আযিম,মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন কলেজের ১৮০জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প ও মেহেরপুর জেলা পুলিশের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।