মেহেরপুরে উপজেলা পর্যায়ে কোভিড ভ্যাকসিন প্রয়োগ শরু

মেহেরপুর জেলায় উপজেলা পর্যায়ে করোনা ভাইরাস টিকা প্রয়োগ শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটা থেকে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় টিকা প্রয়োগ শুরু হয়। টিকাদান কেন্দ্র গুলোতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে। আগ্রহের সঙ্গে টিকা গ্রহণ করছেন ৩৫ তদুর্দ্ধ বিভিন্ন শ্রেণির মানুষ। চীনের তৈরী সিনোভ্যাক্স টিকা দেওয়া হচ্ছে তিন উপজেলায়।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ নাসির উদ্দীন জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৩৮ হাজারের উপরে রেজিস্ট্রেশন হয়েছে। এদের মধ্যে ২১ হাজার মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন ও টিকা প্রয়োগ কার্যক্রম চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।