
মেহেরপুরের হোটেল বাজারে নাঈম এন্টারপ্রাইজ নামের একটি চালের দোকান থেকে প্রায় ৬০ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হোটেল বাজারের নিউ মার্কেটে এ ঘটনা ঘটে।
নাঈম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আরিফুজ্জামান (লাল মিয়া) জানান, সকাল থেকে একটি ছেলে দোকানের আশপাশে ঘোরাফেরা করছিল। পরে সে দোকানে এসে একটি ডিম চায়। ডিম দেওয়ার পর সে চলে যায়। কিছুক্ষণ পর আবার এসে ধান মাপার কথা বলে। আমি ধান মাপতে গেলে কাজ শেষে আবার সে চাল দেখাতে বলে। আমি চাল দেখাতে গেলে অন্য একজন এসে দোকানে রাখা প্রায় ৬০ হাজার টাকা নিয়ে যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।


