হুসেইন মোহাম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকাল ৪টায় মেহেরপুর শহরের বালিকা বিদ্যালয়ের সামনে জাতীয় পার্টির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদীসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি কেতাব আলী, সদর উপজেলা সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি বাবলু হোসেন, সাধারণ সম্পাদক জান মোহাম্মদ মিন্টু, পৌর সভাপতি আক্তার হোসেন, মটমুড়া ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম, সার্বিক সহযোগিতা জাতীয় পার্টির নেতা সেলিম রেজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা।
অনুষ্ঠানে এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।